স্ট্রোক
স্ট্রোক কি?
স্ট্রোক হচ্ছে একটি "মস্তিষ্ক আক্রমণ" যা মস্তিষ্কের একটি অংশে রক্ত প্রবাহ বিঘ্নিত হওয়ার কারণে বা রক্তক্ষরণের কারণে হয়ে থাকে। এটা যে কোন সময় যে কারো হতে পারে। যখন এটি ঘটে তখন মস্তিষ্ক কোষ অক্সিজেন থেকে বঞ্চিত হয় এবং মরতে শুরু করে। যখন মস্তিষ্ক কোষ মারা যায় তখন মস্তিষ্কের যে এলাকা মস্তিষ্ক ও পেশী নিয়ন্ত্রণ করে, সে এলাকা সেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন যে স্ট্রোকগুলি প্রাপ্তবয়স্কদের অক্ষমতা এবং মৃত্যুর একটি প্রধান কারণ।মস্তিষ্কে স্ট্রোক কীভাবে হয় বা মস্তিষ্কের ক্ষতি কীভাবে হয় তা নির্ভর করে একজন ব্যক্তি কীভাবে স্ট্রোক দ্বারা আক্রান্ত হয়। উদাহরণস্বরূপ, যার একটি ছোট্ট স্ট্রোক ছিল তার সামান্য সমস্যা হতে পারে। যেমন একটি হ্বাত পায়ের অস্থায়ী দুর্বলতা হতে পারে। কিন্তু যার বড় স্ট্রোক আছে বা ছিল স্থায়ীভাবে তার শরীরের একপাশে পক্ষাঘাতগ্রস্ত হতে পারে বা কথা বলার ক্ষমতা হারাতে পারে। কিছু লোক স্ট্রোক থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয় , তবে ২/3 জন বেঁচে থাকা ব্যক্তিদের কোন না কোন ধরনের অক্ষমতা থেকেই যায়।
এই আর্টিকেলে আমরা স্ট্রোকের সবচেয়ে সাধারণ সতর্কতা এবং কীভাবে নিজেকে রক্ষা করা যায় তা নিয়ে কথা বলব। প্রথমত আপনাকে জানতে হবে স্ট্রোক কত প্রকার। স্ট্রোক দুই প্রকার- ইশকামিক এবং হ্যামাররাজিক। ইসকেমিক স্ট্রোকগুলি খুবই কমন যা মস্তিষ্কের ধমনী সংকীর্ণ বা ব্লক করার কারণে সৃষ্ট হয়, যার ফলে রক্তপ্রবাহ কমে যায়। আর হেমোরেজিক স্ট্রোকগুলি কম কমন এবং মস্তিষ্কে রক্তক্ষরণ দ্বারা সৃষ্ট হয়।
স্ট্রোকের সতর্কতা সংকেত কোনভাবেই অবহেলা করা উচিত নয়!!!
স্ট্রোকের সবচেয়ে সাধারণ সতর্কতা সংকেতগুলি হলঃ
১। হাত, পা বা মুখের অসাড় অবস্থা, বিশেষকরে শরীরের একপাশে।
২। হাঁটায় সমস্যা বা ভারসাম্যহীনতা।
৩। কথা বলা এবং অন্যদের কথা বুঝতে সমস্যা।
আকস্মিক স্ট্রোক সনাক্ত করার বা বুঝার কিছু উপায়ঃ
(১) মুখঃ আক্রান্ত ব্যাক্তিকে হাসতে বলা এবং যদি দেখেন যে হাসার সময়ে তার মুখ একদিকে বেঁকে যাচ্ছে তবে বুঝবেন ব্যাক্তিটি স্ট্রোকে আক্রান্ত।
(২) কথাবার্তাঃ আক্রান্ত ব্যাক্তিকে কোন কথা পুনরাবৃত্তি করতে বলা এবং পুনরাবৃত্তির সময় অসমতা।
(৩) হাতঃ আক্রান্ত ব্যাক্তিকে তার দুই হাত উপরে তুলতে বলা এবং লক্ষণীয় যে তার এক হাত নিচের দিকে নামানো।
(৪) চোখঃ এক বা উভয় চোখের মধ্যে সমস্যা দেখা।
(৫) সময় গণনাঃ আক্রান্ত ব্যাক্তিকে সময় গণনা করতে বলা এবং তার না পারা।
EmoticonEmoticon