''কিটোটিফেন'' || KITOTIFEN

About kitotifenKitotifen



''কিটোটিফেন''

 --- -আমরা অনেকই আছি যাদের এমন একটি ছোট সমস্যা বা অসুখ আছে যা কিনা অনেক সময় অনেক বড় বিতক্তির কারণ হয়ে দাড়ায়। সেই সমস্যাটি আর কিছুই না তা হছে নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া (নাকের একটি বা ২টি ছিদ্রই)। এটিকে অবশ্য সরাসরি সাইনুসাইটুসিস বলা যাবে না কিন্তু এটি  সাইনুসাইটুসিস এরই একটি লক্ষণ।  


নাক বন্ধ হয়ে গেলেই আমরা নানা ধরণের ড্রপ ব্যবহার করি, আবার কেউ কেউ গরম পানির ভাপ নেই নাক খোলার জন্য। অনেকে আবার ডাক্তারের কাছে যায় আর ডাক্তার কিছু ঔষধ লিখে দেন। আর সেই ঔষধ গুলোর মধ্যে একটি ঔষধ থাকে যা খেলে আপনার ঘুম আসে, আর সেই ঔষধ টিই হছে কিটোটিফেন। 


কিটোটিফেন কি?

কিটোটিফেন একটি ঔষধ যা কিনা এজমা বা এই ধরণের এলারজিক অসুখের জন্য ব্যবহার করা হয়। 

জেনেরিক নামঃ কিটোটিফেন।

 ব্রান্ড নামঃ জেডিফেন, জেডিট, এলারিড, এসফেন, কেটিফেন ইত্যাদি।

ঔষধের ধরন ঃ



১। ট্যাবলেট।

২। সিরাপ।



ব্যাবহার


এলারজিক কঞ্জাঙ্কটিভিটিস, এলারজিক কন্ডিসন ও এজমা প্রফাইলেক্সিস ই কিটোটিফেন ব্যাবহার করা হয়। 

ট্যাবলেট ঃ 


১ মিলিগ্রাম দিনে দুই বার সর্বচ্ছ ২ মিলিগ্রাম দুই বার।

সিরাপঃ     


৬-১২ মাস ০.২৫ মিলি/কেজি দিনে একবার।       

    

পার্শ্ব প্রতিক্রিয়াঃ


                    (-) ঘুম ঘুম ভাব।
                    (-) খসখসে চামড়া।
                    (-) মুখ শুকিয়ে যাওয়া।
                    (-) ওজন বেড়ে যাওয়া।
                    (-) ইত্যাদি।   


সাবধানতা ঃ

         কিডনি সমস্যার রোগী এবং গর্ভবতী মা কিটোটিফেন এরিয়ে চলুন / ডাক্তার এর পরামর্শে ব্যাবহার করুন।











































































































EmoticonEmoticon

Translate to your own language