প্যারাসিটামল || Paracetamol

প্যারাসিটামল কি ? 

প্যারাসিটামল একটি NSAID (Non-Steroidal Anti Inflamatory Drug) এবং OTC (Over The Counter) জাতীয় ঔষধ । OTC ঔষধগুলো হচ্ছে ঐ সকল ঔষধ যা কিনা কোনরকম প্রেসক্রিপশন ছাড়াই কেনা এবং সেবন করা যায়। আর এই ধরনের ঔষধ যেকোনো ফার্মেসি, পাম্প স্টেশন, সুপার শপ বিক্রি করার অধিকার রাখে। এটি একটি নন-ওপিঅয়েড এবং সিনথেটিক ব্যাথা নাষক ঔষধ।

বাজারে সাধারণত তিন ধরনের প্যারাসিটামল প্রিপারেশেন পাওয়া যায়। এগুলো হচ্ছে শুধু প্যারাসিটামল, প্যারাসিটামল + ক্যাফেইন এবং অতিরিক্ত প্যারাসিটামল।


কেমিকেল নামঃ এসিটামিনফেন।

জেনেরিক নামঃ প্যারাসিটামল।

 ব্রান্ড নামঃ         নাপা, রিসেট,সারভিজেছিক, এইচ, তামেন ইত্যাদি।


ব্যাবহার:

জ্বর, হাল্কা বা মাঝারি ধরনের মাথা ব্যাথা, হাড়ের জয়েন্ট এ ব্যাথা, দীর্ঘ মেয়াদী হালকা বেকপেইন, কিডনি পাথরের ব্যাথা, দাঁতে ব্যাথা ইত্যাদি কারণে প্যারাসিটামল সেবন করা যায়।

ঔষধের ধরন ঃ

১। ট্যাবলেট।
২। ক্যাপসুল।
৩। সিরাপ।
৪। ইনজেকশন।
৫। শিশুদের ড্রপ । এবং
৬। সাপজিটরি।


(১) ট্যাবলেট ঃ

        প্রাপ্ত বয়স্কঃ ১-২ ট্যাবলেট (৫০০ মিলিগ্রাম) চার থেকে ছয় ঘণ্টা পর পর, সরবচ্চ ৪ গ্রাম দৈনিক।

        শিশু (৬-১২ বছর) ঃ১/২- ১ ট্যাবলেট তিন থেকে চার বার দৈনিক।


(২) সিরাপঃ                    


       শিশু (২ মাস) ঃ ১/২ চামচ দিনে তিন থেকে চার বার।
      
       শিশু (১-৫ বছর)ঃ ১-২ চামচ দিনে তিন থেকে চার বার।

       শিশু (৬-১২ বছর)ঃ২-৪ চামচ দিনে তিন থেকে চার বার।


(৩) সাপজিটরিঃ


সাপজিটরি সাধারণত গুরুতর অবস্থায়, পায়খানার রাস্তা দিয়ে প্রদান করা হয়।

         শিশু (৩ মাস- ১ বছর)ঃ ৬০-১২০ মিলিগ্রাম।
   
         শিশু (১-৫ বছর)ঃ ১২৫-২৫০ মিলিগ্রাম।

         শিশু (৫-১২ বছর)ঃ ২৫০-৫০০ মিলিগ্রাম।


প্রতিক্রিয়াঃ  

             (-) হাইপারসেন্সিটিভিটি।


পার্শ্ব প্রতিক্রিয়াঃ

                    (-) বমি।
                    (-) খসখসে চামড়া।
                    (-) লিভার ডেমেজ।
                    (-) ইত্যাদি।


সাবধানতা ঃ

         কিডনি সমস্যার রোগী এবং গর্ভবতী মা প্যারাসিটামল এরিয়ে চলুন / ডাক্তার এর পরামর্শে ব্যাবহার করুন।




বিঃদ্রঃ সবার সুবিধার জন্য বিভিন্ন কম্পানির প্যারাসিটামল এর কয়েকটি ছবি দেয়া হল-





Paracetamol
paracetamol





ParacetamolParacetamol (napa)

















This Is The Oldest Page

2 comments

Good job bro. Great initiative to learn/understand about drugs.


EmoticonEmoticon

Translate to your own language